পথ নির্দেশ




[caption id="attachment_6639" align="alignleft" width="209"] প্রচ্ছদ: পথ নির্দেশ[/caption]



গ্রন্থের নাম

পথ নির্দেশ

লেখক


দেশ

ব্রিটিশ ভারত

ভাষা

বাংলা

বিষয়

গল্প

বৈশিষ্ট্য

বড় গল্প

পরিচ্ছেদ

সাতটি।

প্রকাশক

গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স

প্রথম প্রকাশ

১৯১৪ খ্রিস্টাব্দ।

স্বত্বাধিকার





মধ্যবিত্ত সমাজে রোগ পীড়া যেন নিত্য সঙ্গী। সেই রোগ কখনো জীবনহানির কারন হয়ে পরিবারের কাঠামো ভেঙ্গে দেয়। সেইরকমই একটি কাহিনী নিয়ে গড়ে উঠেছে "পথনির্দেশ" গল্পটি। পরিবারের কর্তা পতিতপাবন দীর্ঘ রোগভোগের পর যক্ষায় মারা যান। সহায়সম্বলহীন অবস্থায় ফেলে রেখে যান স্ত্রী সুলোচনা ও কন্যা হেমনলিনীকে।তাদের জীবন সংঘর্ষ, বসত বদল তারপর গুনেন্দ্রর পরিবারে সইমা সুলোচনার আগমন নিয়ে এই গল্প। ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে হেমনলিনী কিভাবে আবার গুনেন্দ্রর ভগ্নজীবনে প্রবেশ করে, অনাত্মীয় জীবনে কিভাবে মূল্যবান হয়ে ওঠে তাই লেখক এই গল্পে চিত্রিত করেছেন।

No comments:

Post a Comment